ডাঃ খন্দকার আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়

স্কুল পরিচিতি

ডাঃ খন্দকার আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় বাংলাদেশের অন্যতম বিদ্যালয় গুলোর মধ্যে একটি । বিদ্যালয়টি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন বিঝারী ইউনিয়ন পরিষদের ধামারন নামক গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি ১ একর ৫৩ শতাংশ জায়গা নিয়ে ০১/০১/১৯৯৩ খ্রি. তারিখে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/১৯৯৯ খ্রি. তারিখে প্রথম পাঠদানের অনুমতি লাভ করে । পরবর্তীতে বিদ্যালয়টি ০১/০১/২০০২ খ্যি. তারিখে নিম্ন-মাধ্যমিক হিসাবে অস্থায়ী স্বীকৃতি লাভ করে ০১/০১/২০০৪ খ্রি. হইতে মানবিক শাখায় নবম শ্রেনি খোলার প্রাথমিক অনুমতি লাভ করে ।

আরো পড়ুন  

প্রধান শিক্ষকের বাণী ....

তথ্য প্রযুক্তির বর্তমান এ যুগে তথ্যের অবাধ প্রবাহ, তৎসঙ্গে তথ্যের নির্ভূল ও নিশ্চিত প্রাপ্তি প্রতিটি মানুষের একান্ত কাম্য। উন্নত ও আধুনিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে আধুনিকায়নের এ যুগে আমাদের এ বিদ্যালয় তার ওয়েব সাইট সম্প্রসারন করেছে। এর ফলে বিদ্যালয়ের যাবতীয় তথ্য, বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সুনাম সকলেই অবগত হতে পারবে। এছাড়া বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা সংক্রান- যাবতীয় তথ্য, ফলাফল, অবকাঠামোগত অবস্থাসহ সার্বিক তথ্য অতি সহজে জানতে পারবে এবং এতদসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক মহল, সুধীমহলসহ সবাই বিদ্যালয় সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করতে পারবেন এবং বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো গতিশীল ও যুগোপযোগী করতে সহায়তা করবেন বলে আমার বিশ্বাস।

রুহুল আমিন

প্রধান শিক্ষক

গর্বিত ছাত্র/ছাত্রী

ভর্তি চলছে

আসন্ন ইভেন্ট