ডাঃ খন্দকার আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়

স্কুল পরিচিতি

ডাঃ খন্দকার আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় বাংলাদেশের অন্যতম বিদ্যালয় গুলোর মধ্যে একটি ।

বিদ্যালয়টি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন বিঝারী ইউনিয়ন পরিষদের ধামারন নামক গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি ১ একর ৫৩ শতাংশ জায়গা নিয়ে ০১/০১/১৯৯৩ খ্রি. তারিখে প্রতিষ্ঠিত হয়ে ০১/০১/১৯৯৯ খ্রি. তারিখে প্রথম পাঠদানের অনুমতি লাভ করে । পরবর্তীতে বিদ্যালয়টি ০১/০১/২০০২ খ্যি. তারিখে নিম্ন-মাধ্যমিক হিসাবে অস্থায়ী স্বীকৃতি লাভ করে ০১/০১/২০০৪ খ্রি. হইতে মানবিক শাখায় নবম শ্রেনি খোলার প্রাথমিক অনুমতি লাভ করে । বিদ্যালযটি ০১/০৫/২০০৪ খ্রি. হইতে নিম্ন-মাধ্যমিক হিসেবে প্রথম এমপিওভূক্ত হয় । অত্র বিদ্যালয়টি ০১/০১/২০১১ খ্রি. হতে মাধ্যমিক হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে । বিদ্যালয়টি ০১/০১/২০১৪ খ্রি. তারিখে হতে বিজ্ঞা্ন শাখা, ব্যবসায় শিক্ষা শাখা, কম্পিউটার ও কৃষি শিক্ষা বিষয় খোলার অনুমতি লাভ করে । বিদ্যালয়টি ০১/০৭/২০২২ খ্রি. হতে মাধ্যমিক হিসেবে এমপিওভূক্ত হয় । বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ কে, এ জলিল উপমহাদেশের অন্যতম দন্ত চিকিৎসক এবং শিক্ষানুরাগী ব্যক্তির এর নামে নামকরন করা হয় । বর্তমানে বিদ্যালয়েটিতে ৪০০+ শিক্ষার্থী এবং ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছে ।

 

বিদ্যালয়ের ঠিকানাঃ

ঠিকানাঃ ধামারন, উপসী, নড়িয়া, শরীয়তপুর।

মোবাইল নং- 01726353713, 01309113581